20 April, 2025
BY- Aajtak Bangla
ক্রেডিট ও ডেবিট কার্ড: আজকাল একজনের একাধিক ক্রেডিট ও ডেবিট কার্ড থাকে। অনেকে সব কার্ডই মানিব্যাগে রাখেন।
যাঁর মানিব্যাগ হারিয়েছে, তিনিই জানেন এর জন্য কতটা ভোগান্তি পোহাতে হয়। তাই মানিব্যাগে সব ক্রেডিট ও ডেবিট কার্ড রাখার ক্ষেত্রে সতর্কতা জরুরি।
রসিদ: মানিব্যাগে অনেকে হরহামেশা রসিদ সংরক্ষণ করেন। মানিব্যাগ হারালে রসিদও যাবে। তখন মহাবিপদ। তাই মানিব্যাগে সব সময় রসিদ রাখা উচিত নয়।
কেউ কেউ জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোনের সিমকার্ড মানিব্যাগেই রাখেন। নিরাপত্তার স্বার্থে ও ঝামেলা এড়াতে এই অভ্যাস ত্যাগ করাই ভালো।
মানিব্যাগে কেউ কেউ নিশ্চিন্তে চেকবইয়ের পাতা রাখেন। এতেও বিপদ কম নয়। মানিব্যাগ খোয়া গেলে চেকও যাবে। তখন ভুক্তভোগীকে পোহাতে হয় নানান ঝক্কি।
গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড মনে রাখতে পারেন না বলে লিখে রাখেন কাগজে, তা আবার যত্ন করে সংরক্ষণ করেন মানিব্যাগে। আর মানিব্যাগ হাতছাড়া হলেই মাথায় হাত।
অনেক নারীই মানিব্যাগে দামি গয়না রাখেন। স্বাভাবিকভাবেই মানিব্যাগ হারালে দামি গয়নাও হাতছাড়া হতে পারে। তাই গয়না বহন করতে হলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।