হার্ট অ্যাটাক ছাড়াও হতে পারে বুকে ব্যথা, রইল ৪ কারণ

4 June 23

BY- Aajtak Bangla

বুকে ব্যথা শুরু হলে যে কোনও মানুষই আতঙ্কিত  হয়ে পড়েন। কারণ এটি হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান লক্ষণ। 

তবে শুধু যে হার্ট অ্যাটাকের কারণেই বুকে ব্যথা হয়, তেমনটা কিন্তু নয়।

বুকে ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে। আর ঠিক সময় ব্যবস্থা না নিলে সেগুলিও হয়ে উঠতে পারে বিপজ্জনক। 

শুকনো কাশির কারণে বুকের মাংসপেশিতে প্রচুর চাপ পড়ে। যার কারণে ওই পেশীগুলো দুর্বল হয়ে পরে এবং বুকে ব্যথা হয়। কাশি তাড়াতাড়ি সেরে না গেলে ব্যথা বাড়তে পারে। 

পালমোনারি এমবোলিজম হল একটি সমস্যা যা বুকে ব্যথার কারণ হয়ে উঠতে পারে। এটি একটি হার্টের সমস্যা যেখানে ফুসফুসে রক্ত ​​পরিবহনকারী ধমনীতে বাধা সৃষ্টি হয়।

করোনা ভাইরাসের সময় মানুষের ফুসফুসে প্রচুর সংক্রমণ দেখা গিয়েছিল। যার কারণে বুকে ব্যথা দেখা দিত। ফুসফুসে অন্য কোনও ভাইরাসের আক্রমণ করলেও বুকে ব্যথার শুরু হতে পারে।

ফুসফুসে সংক্রমণ হলে এই নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে, যার কারণে ফুসফুসের এয়ার ব্যাগ ফুলে যায়। তখন এটি বুকে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।