8th October, 2024
BY- Aajtak Bangla
শরৎকাল এসেছে, সে কথা জানান দেয় ছাতিমফুলের সুবাস। শরতের পর হেমন্ত ঋতু জুড়েও গাছে ফুটে থাকে থোকা থোকা সাদা ছাতিমফুল।
ছাতিমফুলের গন্ধ তীব্র মাদকতাময়। আবিষ্ট করে দেয় অনুভূতি।
অনেকের কাছেই এই সুবাস অত্যন্ত প্রিয়। আবার অনেকেই এই গন্ধ সহ্য করতে পারেন না।
আয়ুর্বেদশাস্ত্রে ছাতিমের ব্যবহার বহু দিনের প্রাচীন। এই গাছের ছাল, বাকল-সহ নানা অংশ ব্যবহৃত হয়ে আসছে ওষধি হিসেবে। ।
তবে এই গাছের তথা ফুলের তীব্র গন্ধের একাধিক পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। ।
ছাতিমফুলের রেণু থেকে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। এই গাছ থেকে নিঃসৃত রজনজাতীয় সাদা রস থেকেও সংক্রমণ হতে পারে। মুড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে।
ছাতিমগাছের গন্ধ থেকে সমস্যা হতে পারে পোষ্য প্রাণীদেরও। সে বিষয়ে পরামর্শ নিন পশু চিকিৎসকের।
এত পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ছাতিমগাছকে ইংরেজিতে ‘ডেভিলস ট্রি’ বা ‘শয়তানের গাছ’-ও বলা হয়।
শরৎ থেকে শুরু করে শীত পর্যন্ত ছাতিমফুল ফোটে। তখন এর তীব্র গন্ধে সমস্যা দেখা দিতে পারে। বছরের বাকি সময়ে ছাতিমগাছ কোনও সমস্যার কারণ হয় না।
তাই নির্দিষ্ট সমস্যা হলে আপনি চেষ্টা করুন ছাতিমগাছ থেকে দূরে থাকতে।