4 FEB, 2025

BY- Aajtak Bangla

ছিঃ ছিঃ ছিঃরে ননী ছিঃঃ, এই গানটির আসল বাংলা মানে জানলে কাঁদবেন

সোশ্যাল মিডিয়ায় হুলুস্থুল ফেলে দিয়েছে একটি গান—ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। এই গান নিয়ে এখন মিম, শর্টস, রিল ছড়াছড়ি।

গানের মানে না বুঝলেও কথা ও সুরে সবাই মাতোয়ারা। হাসি, কান্না, দুঃখ, বেদনা সব ধরনের রিল ভিডিওতে জুড়ে দেওয়া হচ্ছে এই গান। এমনকি পিকনিকে বা পার্টিতেও বাজানো হচ্ছে।

বেশিরভাগ লোকই এই গানের মানে বুঝতে পারছেন না। জেনে নিন ভাইরাল এই গানের আসল মানেটা কী?

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’ একটি উড়িয়া গান। গানটি গেয়েছেন বিখ্যাত উড়িয়া সংগীত শিল্পী সত্য অধিকারী। এটি কোরাপুটের স্থানীয় গান।

কোরাপুটিয়া উপভাষায় এটি গাওয়া হয়েছে। তাহলে জেনে নিন গানটির প্রথম কয়েকটি লাইনের মানে।

ধন কে দেখলু তুই ননী সিনা মনকে চিনলু নাই। সুনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই। ধন নাই বলি মোর পাখে ননী তার কাছে উঠি গলু। ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারালু।গোটে দিন মিশা যগিদেলু নাহি কেড়ে কথা করি দেলু। মুই গাঁ যা'ই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু। রে ছি ছি ছি ননী ছি ছি ছি।

এর বাংলা সার হল- ধন সম্পত্তি দেখলে মেয়ে কিন্তু মনটাকে দেখলে না তাকে চিনলে না। সোনা দানাটাই  চিনলে কেবল, মানুষটাকে তার ভালবাসাটা চিনলে না। আমার কাছে ধন নেই বলে, আজ তার কাছে চলে যেতে পারলি! ধনসম্পদ হয়ত আছে কিন্তু হৃদয় নেই তার। তুমি বুঝতেও পারলে না! একটা গোটা দিনও অপেক্ষা করতে পারলি না,এতো বড়ো সিদ্ধান্ত নিয়ে ফেললি! অথচ আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে? ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।

সারাদিন সামর্থ্যের মধ্যে ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম। আমি তোমার মা-কে প্রতিশ্রুতিও দিয়েছিলাম, ভালো রাখব। অনেক বার বলেছি, আমার কাছে কেমন ছিলে তুমি অথচ আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে? এটা লজ্জারে মেয়ে, ছিঃ ছিঃ

তোমার জন্য এত ঋণ, বাড়ি অবধি বাঁধা রাখলাম।শুধু তোমায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে... তুমি যা চেয়েছ সবই করেছি। তোমাকে সব রকম উপহার কিনে দিলাম। রঙিন পাতায় ভালোবাসার স্মৃতি বুনেদিলাম। ঘরেতে আমাদের বিয়ের ভোজ অনুষ্ঠানের জন্য একটি ছাগলও কিনে রাখলাম। অথচ এক লহমায় তুমি আমার সব আশা নষ্ট করে দিলে! ননী, কেন তুমি আমাকে এই ব্যথা দিলে? কী দোষ ছিল আমার?  দারিদ্র? আমি গ্রাম থেকে ফিরে দেখলাম, তুমি সব ভুলে গেছ? তোকে ধিক্কার মেয়ে ধিক্কার....