19 JAN, 2025

BY- Aajtak Bangla

'ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ' ভাইরাল গানটির বাংলা অর্থ কী? জেনে নিন

সোশ্যাল মিডিয়া খুললেই একটা ভাইরাল গান বাজছে। সেটা হল-‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’। আর এটা নিয়ে সবাই মিম বানাচ্ছে।

ফেসবুক, ইউটিউবে রিল বানাতেও ব্যবহার করা হচ্ছে এই গান।

তবে অনেকেই এই গানের মানে বুঝতে পারছেন না। জেনে নিন ভাইরাল এই গানের আসল মানেটা কী?

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’ একটি উড়িয়া গান। গানটি গেয়েছেন বিখ্যাত উড়িয়া সংগীত শিল্পী সত্য অধিকারী।

৬ বছর আগে রিলিজ হয়েছে এই গানটি। এটি কোরাপুটের স্থানীয় গান।

কোরাপুটিয়া উপভাষায় এটি গাওয়া হয়েছে।

তাহলে জেনে নিন গানটির প্রথম কয়েকটি লাইনের মানে।

তুই শুধু টাকা-পয়সা, সোনা-দানাই চিনলি, মানুষ চিনলি না । যার টাকা পয়সা আছে তার মন নাই, আজ আমার টাকা-পয়সা নেই বলে তুই আমাকে ছেড়ে দিলি। আমার মনকে দেখলি না। ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।

তাহলে এবার জেবে নিলেন গানটার মানে কী। এবার আবার গাইতে থাকুন।