BY- Aajtak Bangla
14 FEB 2025
মুরগির মাংস আমরা অনেকেই খেতে ভালবাসি।
মুরগির মাংস থাকলে একথালা ভাত খাওয়া হয়ে যায়।
মুরগির মাংস দিয়ে বিভিন্ন রকমের পদ রান্না করা হয়। প্রতিটি পদই সুস্বাদু হয় খেতে।
আমরা অনেকেই মুরগির মাংসের হাড় চিবিয়ে খাই। মাংসের হাড় চিবোলে এসব হয়...
বিশেষজ্ঞদের মতে, মুরগির মাংসের হাড় চিবোনো একেবারেই ঠিক নয়।
মুরগির মাংসের হাড় চিবোলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মুরগির হাড় চিবোলে ক্যান্সারের মতো মারণরোগ হতে পারে। তাই মুরগির হাড় চিবোবেন না।