BY- Aajtak Bangla

মুরগির মাংসের লেগ পিস খেলে এসব হবেই, জেনে রাখুন 

9 APRIL, 2025

মুরগির মাংস খেতে আমরা সকলেই প্রায় ভালবাসি।

মাংস

মুরগির লেগ পিস সবারই পছন্দের। মুরগির ঠ্যাং অনেকেই চিবিয়ে চিবিয়ে খান।

লেগ পিস

মুরগির ঠ্যাং চিবিয়ে খেলে এসব হবেই, জেনে রাখুন...

মুরগির ঠ্যাং

পুষ্টিবিদদের মতে, মুরগির ঠ্যাঙের মাংস খুব একটা উপকারী নয়।

মুরগির হাড়

মুরগির মাংসের হাড় চিবোলে শরীর খারাপ হতে পারে।

খারাপ প্রভাব

মুরগির ঠ্যাংয়ের মাংস সুস্বাদু হলেও ততটা উপকারী নয়।

উপকার নেই

তাই মুরগির ঠ্যাং খুব একটা খাওয়া ঠিক নয়।

খাবেন না

মুরগির পাঁজরের মাংসে বেশি পুষ্টিগুণ রয়েছে। তাই ব্রেস্ট অংশ খেতে পারেন।

পাঁজর

যাঁদের কোলেস্টেরল বেশি এবং হার্টের সমস্যা রয়েছে, তাঁদের লেগ পিস না খাওয়াই ভাল।

লেগ পিস