BY- Aajtak Bangla
13 July 2024
সন্তানের প্রতি যেমন বাবা-মায়ের প্রত্যাশা থাকে। ঠিক তেমনই বাবা-মায়ের প্রতিও সন্তানের প্রত্যাশা থাকে।
বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক মধুর হলেই সুখী পরিবার হবে। তবে এই সম্পর্কেও অনেক সময়ই জট তৈরি হয়।
ছেলেমেয়েদের সঙ্গে অনেক সময়ই মন কষাকষি চলে বাবা-মায়ের। ফলে দূরত্ব তৈরি হয়। কী কী কারণে দূরত্ব তৈরি হতে পারে...
সন্তান বড় হলে তাঁর একটা মতামত তৈরি হয়। তাঁর মতকে গুরুত্ব দিন। তা না হলে সন্তানের সঙ্গে বাবা-মায়ের দূরত্ব বাড়তে পারে। . .
অনেকেই সকলের সামনে নিজের সন্তানকে অপমানসূচক কথা বলেন, ছোট করেন। এটা ঠিক নয়।
সন্তানকে বিশ্বাস করুন। আস্থা রাখুন। সন্তান যদি বোঝেন যে, বাবা-মায়েরা তাঁকে বিশ্বাস করেন না, সেক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে। ।
সন্তানকে কিছুক্ষেত্রে স্বাধীনতা দিন। সন্তানের স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না। তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে।
সন্তানকে কখনওই অন্য কারও সঙ্গে তুলনা করবেন না। তুলনা করলে সন্তান দু:খ পাবেন।
চেষ্টা করুন, সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশতে।