03 DECEMBER, 2024
BY- Aajtak Bangla
সন্তানের নাক খোটার অভ্যাসের কারণে বিরক্ত? সন্তানের এই অভ্যেসে ক্ষতি হতে পারে।
অনেক বাচ্চারাই নাকে হাত ঢুকিয়ে ময়লা বের করে, এই অভ্যাসকে নাক পিকিং বলে। এই অভ্যাসের কারণে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু নাকে প্রবেশ করে সংক্রমণ বা রোগ ছড়াতে পারে।
শিশুরা যে সব কিছু জেনেবুঝে করে, এমন নয়। তাই কোন অভ্যাস ভাল আর কোনটি খারাপ, তা বুঝিয়ে দিতে হয়। নাক খোঁটা এমন একটা অভ্যাস। এই অভ্যাস স্বাস্থ্যকর নয়।
শিশুরা প্রায়ই তাদের অবসর সময়ে তাদের নাক খোটার শুরু করে। তাদের এই অভ্যাস বন্ধ করতে শিশুকে গৃহস্থালির কোনও কাজে বা শারীরিক কাজে ব্যস্ত রাখুন।
শিশুকে বকাবকি না করে বুঝিয়ে বলুন, নাকে আঙুল দেওয়ার অভ্যাস নোংরা। এতে সে অসুস্থ হয়ে পড়তে পারে।
বাচ্চারা নাকে হাত দিলেই তাকে কাজে ব্যস্ত করুন। আঁকতে দিন, সন্তানের সঙ্গে কিছু খেলতেও পারেন। ব্যস্ত হয়ে পড়লেই কমে যাবে নাকে হাত দেওয়ার প্রবণতা। এটি সবথেকে মোক্ষম ওষুধ।
বলে বলেও যদি সন্তান না শুধরোয়, তাহলে তা স্মৃতিভ্রংশের কারণ হতে পারে। তাই সমস্যা কিছুতেই না কমলে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।