19 JULY 2025

BY- Aajtak Bangla

অস্বাভাবিক নাক ডাকছে শিশু, কোনও রোগের লক্ষণ নয় তো?

প্রতি রাতে প্রবল নাক ডাকে শিশু? বিষয়টিকে গুরুত্ব না দিলে বিপদ ঘনিয়ে আসতে পারে।

ঘুমের সময়ে মুখ বন্ধ হয় না, নিঃশ্বাসের কষ্ট, মাঝেমধ্যেই সর্দি-কাশি, খেতে অসুবিধা, গলা শুকিয়ে যাওয়া, কানে কম শোনা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। 

এই সমস্যার জন্য দায়ী একটি বিশেষ গ্রন্থি, যার নাম অ্যাডিনয়েড। 

শিশুদের নাকের পিছনে একটু উপরের দিকে থাকে অ্যাডিনয়েড গ্রন্থি। বয়ঃসন্ধির পর তা মিলিয়ে যায়।

অতিরিক্ত বাইরের খাবার খাওয়া, খেলাধুলো না করা, মোবাইলের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে ঘাড় ও গলার কাছে মেদ জমতে শুরু করে। 

শিশুদের অ্যাজমার সমস্যা শুরু হলে নাক ডাকার মতো উপসর্গ শুরু হয়।

অ্যালার্জির সমস্যা থেকেও নাকের মধ্যে সর্দি জমে গিয়ে নাক বন্ধ হয়ে যায়।

নাক ডাকার পাশাপাশি রাতে ঘাম হওয়া, বিছানায় প্রস্রাব করে দেওয়া, ঘুমোনোর সময়ে হাত-পা চালানোর মতো উপসর্গগুলিও দেখা যায় শিশুদের মধ্যে।