28 March,, 2023

BY- Aajtak Bangla

শিশুকে টয়লেটে বসানোর অভ্যাস করান, রইল টিপস

শিশুকে টয়লেট ট্রেনিং দেওয়ার জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয়। এটা বেশ ধৈর্যের ব্যাপার। জেনে নিন কৌশলগুলো—

টয়লেট ট্রেনিং খুব ধৈর্যের পরীক্ষা। অভিভাবক অনেক সময়ই হতাশ হয়ে পড়েন। 

শান্ত থাকুন, শিশুকে বকাঝকা করবেন না।

শিশু একা একা পরিচ্ছন্ন হতে পারবে না, তাই তাকে পরিষ্কার করানোর সময় প্রতিটি ধাপ তাকে মুখে বুঝিয়ে বলতে হবে। 

টয়লেট পট এমন জায়গায় রাখতে হবে, যাতে শিশু সহজেই নাগাল পায়। 

অনেক শিশুর টয়লেট ট্রেনিংয়ে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগে। 

শিশুর আচরণে অথবা বিকাশে অস্বাভাবিক কিছু লক্ষ করলে অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।