BY- Aajtak Bangla

ট্রেনে কত বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট লাগে না জানেন?  

6 Dec 2025

ভারতীয় রেল আমাদের পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করে থাকেন। 

ট্রেনে টিকিট কেটে উঠতে হয়। তবে বাচ্চারা সর্বত্র টিকিট ছাড়া যাতায়াত করতে পারে। 

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ০ থেকে ৫ বছরের ঠিক আগে পর্যন্ত যাতায়াত করতে পারে শিশুরা। 

সেজন্য টাকা খরচ করে টিকিট কাটার প্রয়োজন নেই। তাতে খরচ বেঁচে যায়। 

তবে যদি বয়স ৫ হয়ে যায় তাহলে টিকিট কাটতে হবে। ৫ থেকে ১২ পর্যন্ত হাফ টিকিট কাটতে হয়।. .

তার বেশি বয়স হলে ফুল টিকিট লাগবে। অর্থাৎ একজন প্রাপ্ত বয়স্কের যে টাকা লাগে সেই টাকা দিয়েই টিকিট কাটতে হবে।  . .

কিন্তু যদি কোনও মা-বাবা চান তাঁর সন্তানের পুরো সিট লাগবে সেক্ষেত্রেও টিকিট কাটতে হবে।   . .

অনেকে মনে করেন ১২ বছর পর্যন্ত কোনও বাচ্চার টিকিট লাগে না। এই ধারণা ঠিক নয়।