25 APRIL 2025

BY- Aajtak Bangla

গোড়ায় দিন এই ফলের খোসা ধোওয়া জল, গাছ ছেয়ে উপচে পড়বে লঙ্কা

কাঁচা লঙ্কা অনেকেই বাড়িতে চাষ করে তবে বেশিরভাগ মানুষের দাবি গাছে লঙ্কা আসার আগেই ফুল ঝরে যাচ্ছে। এর জন্য বিশেষ কিছু টোটকা করা জরুরি।

বছরে কিছু সময় লঙ্কার দাম খুব বেড়ে যায়। তাই বাড়িতে লঙ্কা চাষ করলে দাম নিয়ে আর ভাবতে হয় না।

বাড়িতে লঙ্কাগাছ লাগালে কিছু অভিযোগ সবসময় শোনা যায়, তা হল লঙ্কার ফুল ঝরে যাচ্ছে। কিংবা লঙ্কা গাছে দু-একটা করে লঙ্কা ধরছে।

তাই জেনে নিন লঙ্কা গাছে কী দিলে সারাবছর বাম্পার ফলন হবে। সেইসঙ্গে একটা ফুলও ঝরবে না।

লঙ্কাগাছের জন্য মাটি ঝুরঝুরে হতে হবে। জল যেন না দাঁড়ায়। এর জন্য দোআঁশ মাটি ৫০%, কম্পোস্ট ৪০%, বালি  নিন ১০%।

গাছে দিতে হবে গোবর সার, খোলপচা সার বা ভার্মিকম্পোস্ট। লঙ্কার চারাগাছে প্রথমে কড়া রোদে রাখবেন না। আলো ছায়া জায়গায় রাখবেন। 

প্রথম অবস্থায় ৭ দিন অন্তর, তারপর ১৫ দিন অন্তর সর্ষের খোল ভেজানো জল দিন।

লঙ্কাগাছ বেশি ঝাঁকড়া হয়ে গেলে এতে ফুল আসবে না। তাই নিয়মিত কাটিং ও প্রুনিং করা জরুরি।

গাছে ফুল আসার পর পটাশ সার দিন। রাসায়নিক সার না দিলে কলার খোসা মজানো জলও দিতে পারেন। এতে ফুল ঝরবে না।

ফুল না এলে, ফল না ধরলে নাইট্রোজেন সার দেবেন না। সর্ষের খোল, ইউরিয়া কমিয়ে দিলে ফুল আসবে।  প্রচুর ফলও ধরবে। গাছ বড় হলে পর্যাপ্ত রোদ দেবেন।