02 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

বাঙালরা লঙ্কাকে 'লঙ্কা' বলে না, তবে কী বলে? অনেকেই জানে না

সকলেই জানেন পূর্ব বঙ্গ থেকে আসা মানুষদের ভাষা আর এদেশীয়দের ব্যবহার করা কথার মধ্যে অনেক অমিল আছে।

আমরা সাধারণত যে প্রচলিত ভাষা ব্যবহার করি, অনেক এদেশীয় বা বাঙালরা তার থেকে অন্য কোনও শব্দ ব্যবহার করে।

যেমন বাঙালরা ছেলেকে ব্যাটা বা পোলা বলে, আবার এদেশীরা লুচিকে নুচি বলে।

জায়গা বিশেষে ভাষাও বদলে যায়। দুই বঙ্গের প্রচলিত ভাষারই আলাদা মাহাত্ম্য আছে।

বাড়ির দিদিমা, ঠাকুমাদের আমরা এই সমস্ত ভাষার প্রয়োগ বেশি করেন, যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

ঠিক যেমন অনেকেই বলতে পারবে না, লঙ্কাকে বাঙালরা কী বলে?

রোজ রান্নায় ব্যবহার করলেও লঙ্কাকে সকলেই লঙ্কা বলি।

কিন্তু যারা বাঙাল, আর বাঙাল ভাষা জিইয়ে রেখেছেন, তারা লঙ্কাকে আজও 'মরিচ' বলেন। এমনকি বাংলাদেশেও মরিচ বলা হয়।