01 MAY 2025
BY- Aajtak Bangla
অনেকে জানলে তাজ্জব হয়ে যাবেন, তবে জেনে রাখুন। এটাই লঙ্কা গাছে ভালো ফলন পাওয়ার সহজ টেকনিক।
সাম্প্রতিক সময়ে কিচেন গার্ডেনের ক্রেজ দ্রুত বেড়েছে।
রান্নাঘরের বাগানে অনেকে লঙ্কা চাষ করেন। তবে অনেকেই অভিযোগ করেন একটা, দুটো লঙ্কা ফলছে।
গাছ ভর্তি করে লঙ্কা চাইলে এতে বিশেষ ব্যবস্থা নিতে হবে।
এর জন্য ১০ লিটার জলে ৫০০ গ্রাম টক দই বা বাটার মিল্ক মিশিয়ে সমাধান তৈরি করুন। গাছে এই দ্রবণ স্প্রে করলে ফল ঝরে পড়ার সমস্যা কমে যাবে এবং লঙ্কা গাছে ভালো ফলন হবে।
হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড গাছের বৃদ্ধির জন্য এবং গাছ সুস্থ রাখতেও ব্যবহার করা যেতে পারে।
জলে তাদের দ্রবণ তৈরি করে গাছে স্প্রে করলে শিকড়ের বিকাশ উন্নত হয় এবং গাছগুলি শক্তিশালী হয়।
এ কারণে গাছে ফল বেশি হয় এবং গুণগত মানও ভালো হয়।
তাই দেরি না করে রোজ এই জল স্প্রে করতে থাকুন। গাছ ভবে লঙ্কায়।