BY- Aajtak Bangla
10 July 2025
রান্নায় লঙ্কা লাগেই। আমরা সাধারণত বাজার থেকে লঙ্কা কিনি। তবে ঘরেও লঙ্কার গাছ লাগাতে পারেন।
সহজেই ঘরে লঙ্কার গাছ লাগানো যায়। পরিচর্যাও সহজে করা যায়।
তবে ঘরে লঙ্কার গাছ লাগালে কী হয়, জেনে রাখুন
বাস্তু মতে, ঘরের মধ্যে লঙ্কার গাছ লাগানো ঠিক নয়। এতে আর্থিক ক্ষতি হতে পারে।
তাই ঘরের টবে লঙ্কা গাছ লাগালেও তা ঘরের বাইরে খোলা জায়গায় রাখা উচিত।
ঘরের মধ্যে লঙ্কার গাছ রাখলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে।
ঘরের মধ্যে লঙ্কার গাছ লাগালে ঝামেলা হতে পারে।
লঙ্কা গাছ সবসময় রান্নাঘরের দিকে লাগানো উচিত। দক্ষিণ-পূর্ব কোণে রাখা উচিত গাছ।