16 October, 2023

BY- Aajtak Bangla

পুজোয় সুস্বাদু চাইনিজ খাবেন? থাকল কলকাতার সেরা ঠিকানা

ভাত-মাছ আর বিরিয়ানির বাইরে বাঙালির সবচেয়ে পছন্দের ডিশ হল চাইনিজ। 

পুজো মানেই পেট পুজো৷ আর পেট পুজোতে বাঙালির সব থেকে প্রিয় পদগুলির মধ্যে অবশ্যই থাকবে চাইনিজ৷

এবার পুজোয় চাইনিজ খেতে চাইলে ঘুরে আসতে পারেন শহরের এই চিনা রেস্টুরেন্টগুলিতে ।

টুং ফোং-  পকেট ফ্রেন্ডলি এই রেস্টুরেন্ট দুজন ব্যক্তির জন্য  মোটামুটি আপনার বাজেট ১২০০ থেকে ১৫০০ টাকা। এই রেস্টুরেন্টে তে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে কলকাতার পার্ক স্ট্রিট এরিয়ায়।

 বেজিং-  কলকাতার প্রথম সারির চাইনিজ রেস্তরাঁগুলির মধ্যে অন্যতম হল এটি। এখানে পরিবেশিত প্রতিটি খাবারই  মুখরোচক। বিশেষত, এদের সি ফুডের স্বাদনা ভোলার মতো।

চাউম্যান, নানা শাখা আছে কলকাতায়: কলকাতা শহরে নানা প্রান্তে চাউম্যান রেস্তরাঁ এক দশকের উপরে নানা শাখা তৈরি করেছে। চমৎকার চিনা খাবারের জোরে নাম কিনেছে শহর জুড়ে মানুষের মধ্যে।

হাকা, সল্টলেক: ভাল মানের ও স্বাদের চাইনিজ খাবারের জন্য সল্টলেকের ‘হাকা’তে চলে যান। ইন্দো-চাইনিজ বা বিশুদ্ধ চাইনিজ খানার নামজাদা ঠিকানা এই হাকা।

হাটারি- যদি দারুন সুস্বাদু ফ্রাইড রাইস খেতে চান তাহলে ভিজিট করে আসুন এখানে। চেংদু চিকেন, শ্রেডডেড  ক্রিস্পি চিকেন, ক্রিস্পি ছিলি ফিশ, সচেজওয়ান ল্যাম্ব, ও ড্রাম স্টিক্স  ফ্রাইড রাইস এর সাথে এগুলো ট্রাই করতে ভুলবেন না।

গোল্ডেন জয়- চায়না টাউনের জনপ্রিয় রেস্তরাঁগুলির মধ্যে অন্যতম হল গোল্ডেন জয়। এখানকার ডেকর যেমন নজরকাড়া, তেমনি খাবারের স্বাদও মন্দ নয়। তাই পকেট বাঁচিয়ে খাঁটি চাইনিজ খাবারের স্বাদ নিতে চাইলে এই রেস্তরাঁয় একবার আসতেই হবে।

বিগ বস, ট্যাংরা: ট্যাংরার চিনে পাড়ায় আরেক দারুণ খাবারের জায়গা হল বিগ বস। মাছের নানা পদ এবং নুডলসের জন্য বিখ্যাত এই দোকান।