7 JULY 2025

BY- Aajtak Bangla

কলকাতায় কলেরার থাবা! সুস্থ থাকতে কী কী মেনে চলবেন?

কলকাতার পিকনিক গার্ডেনের ২৬ বছরের এক যুবক কলেরা আক্রান্ত বলে জানা গিয়েছে। তিনি বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বমি, পেট খারাপের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে পরীক্ষার জন্য গিয়েছিলেন ওই যুবক। রিপোর্টে দেখা যায় তিনি কলেরায় আক্রান্ত।

কলেরার খবর মিলতেই অনেকের মনে আশঙ্কা দানা বেঁধেছে। তবে ভয় না পেয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।

কলেরা  জলবাহিত রোগ। ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়।

সাধারণত দূষিত জল বা খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে কলেরার ব্যাকটেরিয়া। তারপর দ্রুত সংক্রমণ ঘটায়।

সংক্রমিত জল থেকেই কলেরা হতে পারে। তাই সবসময় পরিস্রুত জল খেতে হবে।

খোলা জায়গায় মলত্যাগ করা থেকে বিরত থাকতে হবে। টয়লেট পরিষ্কার রাখতে হবে।

খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভাল ভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি।

রান্না করা খাবার গরম অবস্থায় খাওয়া এবং কাঁচা খাবার, বিশেষ করে ফল-মূল ভালোভাবে ধুয়ে খেতে হবে।