27 JUNE, 2023
BY- Aajtak Bangla
কোলেস্টেরল নিয়ে আর দুশ্চিন্তা নেই, শুধু ডায়েটে রাখুন এই ৫ খাবার
কোলেস্টেরল স্বাস্থ্যের পক্ষে বিপদজনক হতে পারে।
এটি হৃদরোগের আসল কারণ হয় দাড়ায়। সময় থাকতে হতে হবে সচেতন।
ওটস - সকালে ব্রেকফাস্টে ওটস খান যা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো।
ভেন্ডি- কোলেস্টরল এর জন্য খুব উপকারী। দুপুরে খাবার সময় খান।
আপেল - ফলের মধ্যে আপেল সব থেকে উপযোগী। সব সমস্যার সমাধান করে দেবে।
ড্রাই ফ্রুটস - স্বাস্থ্যের জন্য বেশ ভালো উপযোগী। ড্রাই ফ্রুটস শরীরকে মজবুত রাখে।
রসুন - খাবারে রসুন দিন। রসুন কোলেস্টরলের জন্য উপযোগী।
এই খাবার খেলে কোলেস্টরাল নিমেষে দূর হয়ে যাবে।
মধু : নিয়মিত খেলে পাবেন প্রচুর লাভ।
Related Stories
১ কেজি মাটন ম্যারিনেটের জন্য কতটা দই লাগবে? বাবুর্চির টিপস
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
লেবুর রস ঘষুন এভাবে, চুলের তলার চামড়া থেকে খুসকি গায়েব
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা