BY- Aajtak Bangla

কোলেস্টেরল বাড়াবাড়ি করছে কি? শরীরে এই  লক্ষণগুলি দেখলেই সাবধান

26  March  2024

কোলেস্টেরল একটা বড় বিপদ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের শরীরেই থাবা বসায় কোলেস্টেরল।

ইদানীং কম বয়সীদেরও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকছে। যার ফলে নানা রোগের শিকার হচ্ছেন অল্পবয়সীরা।

আমাদের শরীরে ভাল এবং খারাপ, দুই ধরনের কোলেস্টেরলই থাকে। চিকিৎসকদের মতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা উচিত। তা না হলে হৃদরোগের ঝুঁকি বাড়বে।

শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলেও অনেকেই টের পান না। রক্ত পরীক্ষা না করলে ধরাও পড়ে না।

তবে শরীরে এই লক্ষণগুলি থাকলে বুঝতে পারবেন আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে। জেনে নিন...

যদি দেখেন হাতের আঙুল মারাত্মক ব্যথা হচ্ছে, তা হলে বুঝবেন কোলেস্টেরল বেশি রয়েছে।

 হাতের তালু হলদেটে রঙের হলে বুঝবেন কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে।

হাত-পায়ে ছোট ফুসকুড়ি হলে বুঝবেন কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে।

এই লক্ষণগুলি থাকলে দেরি করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।