14 FEBRUARY, 2025

BY- Aajtak Bangla

ঘনিষ্ঠতা চাইলে এভাবেই ইঙ্গিত দেয় মেয়েরা,  বুঝে নিন

কীভাবে বোঝা যায় যে কোনও মেয়ে আপনার সঙ্গে  ঘনিষ্ঠতা  চায়?

সব কথা শব্দে প্রকাশ করা যায় না। তাই নিজের মনের কথা মাঝে মাঝে সংকেতেই বুঝিয়ে দেন মহিলারা।

যখন মহিলারা প্রবলভাবে শ্বাস নিতে থাকে তখন বুঝতে হবে এটি একটি সঙ্কেত।

যখন কোনও মহিলা আপনার চোখে চোখ রেখে হাসবেন বা কিছু বোঝাতে চাইবেন তার অর্থ হল সে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন।

যখন কোনও মহিলা নিজের চুল নিয়ে আপনার সামনে খেলা করবেন তখন আপনাকে বুঝে নিতে  হবে যে তিনি ইঙ্গিত দিচ্ছেন।

যদি কোনও মহিলা নানা অছিলায় আপনাকে ছোঁয়ার চেষ্টা করেন তখন বুঝবেন চিনি ঘনিষ্ঠ হতে চাইছেন।

যখন কোনও মহিলা ভিড়ের মধ্যেও আপনাকে নিয়ে একা হতে চাইবেন তখন আপনাকে বুঝতে হবে যে এটা ঘনিষ্ঠতার ইঙ্গিত।

কোনও মহিলা আপনার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে কথা বলতে চাইলে বুঝুন তিনি ইঙ্গিত দিচ্ছেন।