BY- Aajtak Bangla
6 Feb 2025
প্রেম জীবনের অঙ্গ। প্রেম থাকলে চুম্বন থাকবেই। আর প্রথম প্রেমের চুম্বনের স্মৃতি কম বেশি সবার থাকে।
কিস করার অনেক উপকারিতা রয়েছে। কিস স্ট্রেস হরমোন দূর করে। চুম্বনের সময় মস্তিষ্কের কর্টিসলের মাত্রা কমে যায়।
কিস করার ফলে লালার উৎপাদন বাড়ায়। যা আপনার দাঁত ও মাড়ি থেকে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করতে পারে।
কিস করলে দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ।
চুম্বন রক্তচাপ কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে পারে। .
চুম্বন ইমিউন সিস্টেমকে উন্নত করে। শরীরে অ্যান্টিবডি তৈরি করে থাকে। . .
চুম্বন মানুষের মেজাজকে উন্নত করে। এন্ডোরফিনের উৎপাদন বাড়ায়। যা সুখের হরমোন নামেও পরিচিত। . .
চুম্বন রক্ত প্রবাহ বাড়িয়ে এবং চাপ কমিয়ে মাথাব্যথার ব্যথা কমাতে সাহায্য করতে পারে।
চুম্বন অক্সিটোসিনের মাত্রা বাড়ায়। যা ঘুমিয়ে পড়তে সাহায্য করে।