13  March, 2025

BY- Aajtak Bangla

সিগারেটের বাংলা অর্থ কী? ৯৯% বাঙালিই বলতে পারবেন না

আমরা অনেকসময় কিছু শব্দ ইংরেজিতে বলেই অভ্যস্ত।  এমনকি তার বাংলা অর্থ কি তা অনেকেরই  অজানা।

আমরা প্রতিদিন অনেক ইংরেজি শব্দ ব্যবহার করি, কিন্তু তাদের বাংলা অর্থ সম্পর্কে অনভিজ্ঞ থাকি। এমনই একটি শব্দ হল ‘সিগারেট’।

ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তা সত্ত্বেও অনেকেই আছেন যারা নিয়মিত ধূমপান করেন। অনেকের মতে সিগারেটের একটি টান নাকি হাজারটা চুমুর সমান।

সত্যিই কী সুখ রয়েছে তা একমাত্র ধূমপানকারীরাই জানেন। তবে ধূমপানকারীরা কি এটা জানেন যে সিগারেটকে বাংলায় কি বলে?

সাম্প্রতিককালে বেশ ভালোই বাজার দখল করছে ই-সিগারেট। অনেকেই বলেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকার নয়। তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষকরা বলছেন, যারা নিয়মিত ধূমপান করেন তাদের তুলনায় যারা ই-সিগারেট পান করেন, তাদের অল্প বয়সে স্ট্রোক হওয়ার ঝুঁকি ১৫ শতাংশ বেশি থাকে।

তবে সিগারেটকে বাংলায় কী বলে, জানেন? অনেকেই হয়তো কথাটা শুনে অবাক হচ্ছেন আর ভাবছেন সিগারেটকে তো সিগারেটই বলে। আসলেই তা নয়।

সিগারেট শব্দটি একটি ইংরেজি শব্দ। এমন অনেক শব্দ প্রতিনিয়ত বলে থাকেন যা ইংরেজি শব্দ, কিন্তু তার বাংলা অর্থ অনেকেই জানেন না।

 সিগারেটকে বাংলায় বলা হয় ‘ধূমপান দণ্ড’।

বেশিরভাগ মানুষই মূলত ইংরেজি বলেই অভ্যস্ত যে কারণে এই ব শব্দের বাংলা অর্থ আজ হারিয়ে গিয়েছে।

ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং প্রতিবছর বিশ্বজুড়ে গড়ে ৭০ লক্ষ মানুষ এর কারণে মারা যান। তামাকের ধোঁয়ায় ৭ হাজারেরও বেশি রাসায়নিক যৌগ রয়েছে যার মধ্যে ২৫০টি যৌগ শরীরের জন্য খুবই ক্ষতিকারক।