9 JAN, 2025
BY- Aajtak Bangla
বাঙালির শীতকাল পড়া মানে তো খেজুরের গুড়, নলেন গুড়ের রসগোল্লা, জয়নগরের মোয়া আর সার্কাস।
সার্কাসের জন্য তো একসময় অপেক্ষা করে থাকত বাঙালি।
এখন আর সার্কাস আগের মতো হয় না। আগেকার কথা মনে করলে তাঁদের সত্যিই মন খারাপ হবে।
সেই বাঘ সিংহের খেলা হয়ত নেই, তবু যা আছে, তা নিয়েই চলছে।
এখনও শহরে তাঁবু পড়ে, সার্কাসের আসর বসে। টিম টিম করে হলেও চলছে আমাদের প্রিয় সার্কাস।
কলকাতায় সার্কাস বসছে, বেশ কয়েকদিন ধরেই চলবে এই সার্কাস।
১০ থেকে ১২ জানুয়ারি সায়েন্স সিটি অডিটোরিয়ামের মেন হল বসছে সার্কাস।
১০ জানুয়ারি বিকেল ৪টে ও সন্ধে ৭টা থেকে শো শুরু হবে।
১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি দৈনিক ৪টি শো হবে। ওই দুদিন বেলা ১১টা, দুপুর ১টা, বিকেল ৪টে ও সন্ধে ৭টা থেকে শো শুরু হবে।
বূক মাই শো থেকেও টিকিট কেনা যাবে।