28 June,, 2024

BY- Aajtak Bangla

জল একদম নয়, এই জিনিস দিলেই নিমেষে চকচকে সুইচ বোর্ড  

ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। ঘরে আসে পজিটিভ এনার্জি। 

তাই রান্নাঘর, বাথরুম, বেডরুম পরিষ্কার রাখা দরকার। সুইচ বোর্ড নোংরা হলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়।

জল দিয়ে পরিষ্কার করা যায় না সুইচ বোর্ড। এতে শক লাগতে পারে। তাহলে কী করবেন?

নোংরা সুইচকে কয়েক মিনিটের মধ্যে উজ্জ্বল করবে। রইল টোটকা

সুইচ বোর্ড পরিষ্কার করার সময় চামড়ার চপ্পল পরুন। কাপড় বা পিড়ির উপর দাঁড়ান। মিটারের সুইচ অফ করে সুইচ বোর্ড পরিষ্কার করুন।

একটি পুরানো টুথব্রাশ টুথপেস্ট নিন। ভাল করে সুইচ বোর্ডে লাগান। ৫ মিনিট রেখে দিন। 

৫ মিনিট পর ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিন টুথপেস্ট। তার পর শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন। 

এক চামচ বেকিং সোডার সঙ্গে একটু শ্যাম্পু নিন। এবার একটি কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করুন। নতুনের মতো হবে।

শেভিং ক্রিম সুইচ বোর্ডে লাগান। কিছুক্ষণ পর একটি টুথব্রাশ নিয়ে ঘষে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। 

থিনার বা নেল পালিশ রিমুভারের সাহায্যও নিতে পারেন। একটি তুলোর বল নিয়ে ঘষে পরিষ্কার করুন।