16 September, 2024
BY- Aajtak Bangla
v
মাসে অন্তত একদিন জলের ট্যাংক পরিষ্কার করা দরকার। নইলে ট্যাংকের মধ্যে ব্যাকটেরিয়া বাসা বাঁধে।
আর জলবাহিত ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে ভয়ঙ্কর রোগবালাই হতে পারে।
ট্যাংকের জল স্নান, হাত-পা ধোওয়ার জন্য ব্যবহার করা হলেও অসুখ হতে পারে।
তাই মাসে অন্তত একবার জলের ট্যাংক পরিষ্কার করুন। কিন্তু কীভাবে সহজে সাফ করবেন?
প্রথমেই ট্যাংকের জল খালি করে দিন। ছোট ট্যাংক হলে উল্টে দিন। আর বড় হলে জল ছেঁচে নিন।
সম্ভব হলে ট্যাংক উল্টো করে অনেকক্ষণ রাখুন। রোদে রেখে দিতে পারলে আরও ভাল।
ট্যাংকের ভিতরে ছড়িয়ে দিন ব্লিচিং পাউডার। তার পর ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিন।
বড় ট্যাংক হলে ব্রাশের সঙ্গে লাঠি বেঁধে দিনে পারেন।
অন্তত ২০ মিনিটে রেখে দিন। তার পর ভাল করে জল দিয়ে পরিষ্কার করে নিন।
ব্লিচিং পাউডার যেন জলের মধ্যে থেকে না যায় বা পাইপে না ঢোকে। সাফাই ভাল করে করুন।