19th May, 2024
BY- Aajtak Bangla
রান্নাঘরের নানা অশান্তির মধ্যে একটি হল জলের পাইপে ময়লা আটকে জ্যাম হয়ে যাওয়া।
প্রায়শই দেখা যায় বেসিনের পাইপে ময়লা জমে জল নির্গমন বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় এর ফলে সিঙ্ক উপচে পরে জলে।
এই ধরণের বিরক্তিকর সমস্যা সৃষ্টি হলে পড়তে হয় বিড়ম্বনায়। এর ফলে বাজে গন্ধও ছড়ায় রান্নাঘরে। তবে কিছু ঘরোয়া উপায়ে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
জানেন কি রান্নাঘরের সিঙ্কে বা বেসিনের পাইপে ময়লা জমে জল আটকে গেলে বন্ধ পাইপ খুলতে ডিম বেশ কার্যকর।
এক্ষেত্রে ডিমের খোসা খুব মিহি করে গুঁড়ো করে সিঙ্কে বা বেসিনের ছাঁকনির মধ্যে দিয়ে দিন। বেশি করে জল ঢেলে দিন। নিমেষেই পাইপের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে।
বেসিনের ড্রেনে আধ কাপ লবণ ঢেলে দিন। দুই লিটার জল ফুটিয়ে গরম জলটুকু ঢেলে দিন ঠিক আধ ঘণ্টা পর। ধীরে ধীরে ঢালবেন জল।
দুই লিটার জল ঢালা হলে আরও খানিকটা গরম জল ঢালুন যেন লবণ পুরোপুরি দূর হয়।
আধা কাপ বেকিং সোডা দিয়ে দিন বেসিনের নেটের ওপরে। কিছুক্ষণ অপেক্ষা করে এক কাপ সাদা ভিনিগার ঢেলে দিন।
শেষে গরম জল দিয়ে দিন। দূর হবে ময়লা।বেকিং সোডা ও গরম জলের সাহায্যেও সহজেই আপনি দূর করতে পারবেন বেসিনের পাইপে জমে থাকা ময়লা।