13 May, 2025

BY- Aajtak Bangla

রাতে শোওয়ার আগে পা ধুলে কী হয়? ইঙ্গিতটা বুঝুন

রাতে সকলেই চান সুখনিদ্রা। সারাদিন ক্লান্তির পর শান্তির ঘুম সব সময়ই কাম্য।

কিন্তু মাঝে মধ্যেই মাঝরাতে ঘুম ভেঙে যায়। আবার অনেকেই ভয়ের স্বপ্ন দেখেন।

জ্যোতিষে ভাল ঘুমের সোজা ও সহজ টোটকার কথা বলা হয়েছে। শিখে নিন তাহলে সেটা কী।

রাতে ঘুমনোর আগে ঠান্ডা জলে পা ধুয়ে তবেই বিছানায় শুতে যান।

এই একটা টোটকাতেই অনেক প্রভাব দেখতে পাওয়া যাবে।

রাতে পা ধুয়ে শুতে গেলে আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকবে।

নেতিবাচকতা দূরে থাকবে আর ইতিবাচকতা আসবে জীবনে।  

শনির খারাপ প্রভাব থাকলে সেটাও দূরে যাবে। মানসিক চাপ কম হবে আর গভীর ঘুম হবে।

পা ধুলে শুলে সমৃদ্ধি ও সৌভাগ্য আসবে।

নিয়মিত পা ধুলে শুয়ে রাগ নিয়ন্ত্রণে আসবে।