21 May, 2025
BY- Aajtak Bangla
পরিষ্কার ঝকঝকে নখ পেতে কে না চায় বলুন তো।
কিন্তু ঘরের কাজ, অফিসের কাজ, বাইরের ধূলো ময়লা ঢুকে নখের ভেতরটা নোংরা হয়ে যায়।
কিন্তু বাড়িতে বসেই কয়েকটা উপকরণ দিয়েই হাত ও পায়ের নখ পরিস্কার করা সম্ভব।
হাতেরর নখ পরিষ্কার করতে সাহায্য নিতে পারেন টুথপেস্টের। এক্ষেত্রে নখে টুথপেস্ট লাগিয়ে নিন এবং তারপর ব্রাশ বা স্ক্রাবার দিয়ে ঘষে নিন ভাল করে।
এছাড়াও হাতের নখ পরিষ্কার করতে পারেন শ্যাম্পু দিয়ে। সব কাজ সেরে হালকা গরম জলে শ্যাম্পু গুলে নখ ডুবিয়ে রাখুন। ৫ মিনিট পর একটু ঘষলেই নখের ময়লা চলে যাবে।
হাত, পায়ের নখ পরিষ্কার করতে বেকিং সোডাও ভীষণ কার্যকরী।
নখে হলদে ভাব দূর করতে এক চামচ লেবুর রস ও তিন চামচ অলিভ অয়েল হালকা গরম করে নিন।
এই মিশ্রণে সপ্তাহে একদিন নখ ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে নখের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরবে এবং এটি আরও শক্তিশালী হবে।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে নখে নারিকেল তেল, অলিভ অয়েল বা ভিটামিন ই তেল দিয়ে হালকা ম্যাসাজ করুন। এতে নখ ভাল থাকবে।