BY- Aajtak Bangla

ম্যাগো মা! রান্নাঘরে ছোট তেলাপোকার উৎপাত? নিমেষে ঘরছাড়া হবে এই উপায়ে

10th April, 2024

বাড়ি ঠিকমতো পরিষ্কার রাখলেও, তার স্বাস্থ্যকর পরিবেশ খারাপ করে দিতে পারে আরশোলা।

তবে সবচেয়ে বেশি জ্বালাতন করে ছোট আরশোলা। রান্নাঘরের তাকে গিয়ে আরশোলা ডিম পাড়ে আর সেখান থেকেই ছোট আরশোলা জন্ম নেয়।

রান্নাঘর পরিষ্কার রাখতে গেলে সবার আগে এই আরশোলার প্রতিকার করা জরুরি।

রাসায়নিকের উপর ভরসা না করে বরং কয়েকটি ঘরোয়া উপায় মানলেই আরশোলার উৎপাত থেকে মুক্তি পাবেন।

চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হয়। তাই বেকিং সোডার সঙ্গে চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার কোনও মিষ্টির সঙ্গে এই মিশ্রণ মিশিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিন। এই বেকিং সোডা মেশানো মিষ্টি খেলেই আরশোলা মারা পড়বে।

ঘরোয়া উপায়ে আরশোলা মারার অন্যতম সহজ পন্থা বোরিক অ্যাসিড ব্যবহার। ঘরের কোণে এই পাউডার আটা-ময়দা কিংবা চিনি মিশিয়ে সামান্য পরিমাণে ছড়িয়ে দিন। এই পাউডারের সংস্পর্শে এলেই আরশোলা মারা পড়বে।

আরশোলা না মেরে যদি তাড়াতে চান, তাহলে তেজপাতার চেয়ে ভাল পন্থা আর বোধহয় নেই। তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না।

ঘরের যে সব জায়গায় আরশোলার উৎপাত বেশি, সেখানে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন। কিংবা তেজপাতা ফুটিয়ে নিয়ে সেই ফোটানো জল সেই সব জায়গায় ছড়িয়ে দিন।

গোলমরিচ, পেঁয়াজ ও রসুন দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার তাতে ১ লিটার জল মেশান। এবার এই জল বাড়ির যে সব জায়গায় আরশোলার উৎপাত হয় সেখানে ছিটিয়ে দিন। এই মিশ্রণের গন্ধে আরশোলা দূর হবে।