3 March 2025
BY- Aajtak Bangla
কাচার পর ছোটো হয়ে গিয়েছে জামা? রইল সহজ সমাধান
জামা কাচার পর অনেক সময় ছোটো হয়ে যায়। ফলে পরা যায় না।
দেখা যায় জামা চুপসে গিয়েছে। হাত ছোটো লাগছে বা নিচের দিকের ঝুল ছোটো হয়ে গেছে।
এক্ষেত্রে সহজ সমাধান রয়েছে হাতের কাছেই। সেজন্য কোনও টাকা পয়সা খরচ হবে না।
জামা যদি ছোটো হয়ে যায় বা চুপসে যায় তাহলে প্রথমে উষ্ণ জল নিতে হবে গামলায়। সেখানে সামান্য ডিটারজেন্ট পাওডার নিতে হবে।
এরপর ছোটো হয়ে যাওয়া জামা বা টিশার্ট সেই জলে মিনিট পনেরো মতো ডুবিয়ে রাখতে হবে।
এরপর খুল আলতো হাতে সেই জামাটা নিঙরে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই।
এরপর একটা গামছা বা তোয়ালের উপর সেই জামাটা রেখে তোয়ালে গুটিয়ে নিন। তারপর বাড়তি জল নিংড়ে নিন।
তারপর জামাটা তোয়ালে থেকে বের করে নিয়ে সেই জামা শুকোতে দিতে হবে।
জামা শুকিয়ে গেলে তা ঠান্ডা জলে একবার ধুয়ে ফের শুকিয়ে নিন। তাহলেই দেখবেন আর জামা ছোটো হবে না।
Related Stories
২, ৩, ৪ না ৭, স্বামী-স্ত্রীর বয়সের কত ফারাক হলে সুখী বিয়ে: চাণক্য
রুই না কাতলা, কোন মাছ খাওয়া উপকারী?
বাজারের ইলিশ টাটকা না ভেজাল? চিনে নওয়ার টিপস জানলে আর ঠকবেন না
গরমে বাড়িতেই বানান ফ্রুট আইসক্রিম, চটজলদি কায়দাটা জেনে নিন