28 MARCH 2025
BY- Aajtak Bangla
সব বিজ্ঞাপনই জামাকাপড় থেকে রং না ওঠার গ্যারান্টি দেয়। তবুও এমন কিছু পোশাক থাকে যা বেশি ধুলেই রং উঠে যায়।
অনেকে রং চটে যাওয়ার ভয়ে খুব কম কাপড় কাচেন। দীর্ঘদিন পরে তারপর ধুয়ে নেন। এগুলি এক্কেবারে ভুল।
কাপড় যত বেশি ব্যবহার করবেন, তা নিয়মিত ধুলে উজ্জ্বল থাকে। নোংরা কাপড় শরীরের পক্ষেও ক্ষতিকারক।
কম ময়লা থাকতে জামাকাপড় ধুইয়ে ফেললে বেশি ডিটারজেন্ট লাগে না, আবার বেশিক্ষণ ভেজাতেও হয় না। তাই কাপড় কাচার কিছু ট্রিকস শিখে রাখুন। যাতে একশোবার ধুলেও রং না যায়।
কাপড়ের রং ঠিক রাখতে চাইলে কাপড় সব সময় উল্টো করে কাচুন। এতে কাপড়ের রং দীর্ঘদিন উজ্জ্বল থাকে। শুকোতে দিলেও উল্টো করে দিন।
বাঁধনি, বাটিক জাতীয় কাপড় ধোওয়ার সময় কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখুন। এছাড়াও, বেকিং সোডা বা হাফ চামচ ভিনিগার জলে মিশিয়ে তাতে কাপড় ডুবিয়ে রাখতে পারেন। এতে কাপড়ের উজ্জ্বলতা বাড়ে। রং চটে যায় না।
যারা রোজ কাপড় ধোন তারা ভিনিগার ফেলে ধোবেন, জামা কাপড়ে দুর্গন্ধও হবে না। রং পাকা করবে। ডিটারজেন্ট ছাড়া ধুলে রং টিকবেও অনেকদিন।
জামাকাপড় সবসময় ঠান্ডা জলে ধোবেন। গরম জল ব্যবহার করবেন না।
জামাকাপড় খুব বেশি নিংরাবেন না। এতে নষ্ট হতে পারে।