BY- Aajtak Bangla

২টো লবঙ্গ মুখের মধ্যে, ব্যস, শুরু হবে খেলা

31 January 2025

রোজকার রান্নায় যেসব মশলা লাগে, তার মধ্যে অন্যতম হল লবঙ্গ।

তবে লবঙ্গ যে শুধু রান্নাতেই লাগে তা নয়, জ্যোতিষ মতে, লবঙ্গের কিছু টোটকা যে কারও ভাগ্য বদলে দিতে পারে।

 প্রতি শনিবার কাউকে লবঙ্গ দান করলে রাহু-কেতুর খারাপ দশা কেটে যায়।

প্রতি মঙ্গলবার হনুমানজির সামনে ২টি লবঙ্গ প্রদীপের মধ্যে রাখলে শুভ ফল পাওয়া যায়।

বাইরে যাওয়ার আগে বুকপকেটে কিছু লবঙ্গ রেখে দিলে সাফল্য পাওয়া যায়। .

পূর্ণিমা-অমাবস্যার দিন ২১টি লবঙ্গ-কর্পূর জ্বালালে পাওনা টাকা ফিরে আসে। . .

চাকরির ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে লবঙ্গ রাখলে সাফল্য আসবে।  

বাড়িতে লবঙ্গের চারা লাগালে সুখ-শান্তি আসবে।