BY- Aajtak Bangla

রোজ লবঙ্গ চিবোলে এসব উপকার হয়, জেনে রাখুন 

8 July  2025

ওজন কমাতে অনেকেই নানা কসরত করে থাকেন।

ওজন

বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে  ১টা লবঙ্গই কামাল করবে।

লবঙ্গ

রান্নায় যেসব মশলা দিলে স্বাদ বেড়ে যায়, তার মধ্যে অন্যতম হল লবঙ্গ।

রান্নায় স্বাদ

বিশেষজ্ঞদের মতে, রোজ ১টা লবঙ্গ খেলেই ওজন কমে যাবে। চেহারা হবে ঝরঝরে।

ওজন কমে

লবঙ্গ খেলে মেটাবলিজম বুস্ট হয়, যার ফলে ওজন কমে।

মেটাবলিজম

লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অনেক রোগের ঝুঁকি কমিয়ে দেয়। . .

রোগের ঝুঁকি

লবঙ্গ খেলে হজমের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

হজম