13 October, 2023

BY- Aajtak Bangla

চা হবে অমৃতের মতো, শুধু এই জিনিসটি দিয়ে ফোটান

চা আমাদের খুব প্রিয় একটি খাবার। সকাল ও সন্ধ্যায় চা খুব দরকার হয়।

চা বানানোর সময় যদি লবঙ্গ দিয়ে দেওয়া হয়, তাহলে শরীরের পক্ষে খুব ভালো হয়।

জেনে নিন লবঙ্গ চা খেলে কী কী ফায়দা হতে পারে।

লবঙ্গ চা খেলে শরীরের ওজন কমে। এই চা আমাদের হজম প্রক্রিয়া উন্নত করে। 

লবঙ্গ চা দাঁতের ব্যথা কমায়। যাদের দাঁতে ব্যথা আছে এবং মাড়ি ফোলা, এই চা তাঁদের ব্যথা থেকে মুক্তি দেবে।

জ্বর কমাতেও সাহায্য করে এই চা। 

লবঙ্গ চা আমাদের লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে। 

যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের এই চা খেতে বলা হয়। এই চা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। 

আপনি হয়তো অবাক হবেন কিন্তু লবঙ্গ ক্যান্সার কোষকে মারতে পারে। তাই এই চা খেলে ক্যান্সার রোধ হবে।