BY- Aajtak Bangla

জিভের ডগায় রেখে দিন এই মশলা, জমে যাবে খেলা

7 June  2024

মশলা ছাড়া রান্না হয় না। বিভিন্ন মশলা দিলেই রান্নার স্বাদ বেড়ে যায়। সেরকমই একটি মশলা হল লবঙ্গ।

রান্না তো বটেই আমাদের দৈনন্দিন জীবনেও লবঙ্গ কাজে লাগে। মুখে লুবঙ্গ রাখলে দুর্গন্ধ দূর হয়। দাঁত ভাল থাকে।

আবার গলা খুসখুসের সমস্যা থাকলে লবঙ্গ রাখলে রেহাই পাওয়া যায়।

জ্যোতিষ মতে, লবঙ্গ খুবই শুভ। লবঙ্গ দিয়ে এই টোটকাগুলি মেনে চললে জীবন বদলে যাবে।

পূর্ণিমা বা অমাবস্যার রাতে ১১ বা ২১টি লবঙ্গ পুড়িয়ে মা লক্ষ্মীর ধ্যান করলে অর্থলাভ হয়। . .

মা লক্ষ্মীকে লাল গোলাপ এবং ২টি লবঙ্গ দিলে সৌভাগ্য আসে। অর্থলাভ হয়। . .

বাড়ির বাইরে বেরোনোর সময় জিভের ডগায় ২টি লবঙ্গ রাখলে সব বিপদ কেটে যায়।

কোনও শুভ কাজ শুরু করার আগে লবঙ্গ মুখে চিবিয়ে নিলে সাফল্য আসে।

বালিশের তলায় লবঙ্গ রাখলে নির্বিঘ্নে ঘুম হয়।