22 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

বাড়ি ভর্তি আরশোলা এবার ভাগবে, তেজপাতাই করবে সমস্যার সমাধান

সবার ঘরে আরশোলা খুঁজে পাওয়া যায়।

বিশেষ করে অন্ধকার স্থান ও রান্নাঘরেই এরা বাসা বাঁধে। যেখানে খাবার খুঁজে পায় তারা সেখানে আস্তানা তৈরি করে।

এছাড়াও আলমারি, ওয়ারড্রব সহ বিভিন্ন ড্রেনের মধ্যে এদের খুঁজে পাওয়া যায়। আরশোলার উপদ্রব কে কখনো হালকা ভাবে নেবেন না।

কারণ আরশোলা ক্ষতিকর ই-কোলি ব্যাকটেরিয়া ছড়ায় ও সালমোনেলা সৃষ্টি করে। এ কারণে যতদ্রুত সম্ভব ঘর থেকে তাড়াতে হবে আরশোলা।

অনেকেই বিভিন্ন উপায়ে এটি তাড়ানোর চেষ্টা করেন। কীটনাশক দিয়ে অনেক সময় দূর করা যায় না আরশোলা। জেনে নিন এই আরশোলা  তাড়ানোর ঘরোয়া উপায়-

তেজপাতা দিয়ে তাড়ানো যায় আরশোলা। এই পোকা তেজপাতার গন্ধ একেবারেই পছন্দ করেনা। রান্না ঘরের কোনায় এজন্য তেজপাতা টুকরো টুকরো করে ফেলে রাখুন।

আরশোলার বাসা কোথায় তা জানলে সেখানে তেজপাতা ছড়িয়ে দিন। গন্ধ সহ্য করতে না পেরে দেখবেন তারা আপনার ঘর ছেড়ে নতুন বাড়ি খুঁজতে চলে যাবে।

আরশোলা বেকিং সোডার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। সমপরিমাণ চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিন। চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হয়ে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মারা পড়বে।

বোরিক পাউডার মূলত এক ধরনের অ্যাসিডিক উপাদান যা পোকামাকড়ের যন্ত্রণা কমাতে সহায়ক। আরশোলার উপদ্রব বন্ধ করার ক্ষেত্রেও বোরিক পাউডারের ব্যবহার করা চলে। ১ চামচ বোরিক পাউডার, ২ চামচ ময়দা বা আটা আর ১ চামচ কোকো পাউডার এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিন। আরশোলা এই মিশ্রণে আকৃষ্ট হয়ে বোরিক পাউডার খেয়ে মারা পড়বে।

বাড়ি থেকে আরশোলা দূর করতে ব্যবহার করতে পারেন নিম তেল। একটি স্প্রে বোতলে জল ভরে তাতে বেশ খানিকটা নিমতেল মিশিয়ে নিন। এ বার ঘরের কোনায়, বেসিনের সিঙ্কে, রান্নাঘরের তাকে রাতে স্প্রে করে রেখে দিন। সকালে উঠে দেখবেন আরশোলাগুলি মরে পড়ে রয়েছে ঘরের আনাচ-কানাচে।