11 April, 2025

BY- Aajtak Bangla

আধ কাপ চিনি দিয়েই তাড়ান আরশোলা, দারুণ ট্রিকস শিখে নিন

রান্নাঘর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যার উপর নির্ভর করে পুরো বাড়ির স্বাস্থ্য।

রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ যত্ন নিতে হবে। 

রান্নাঘরে থাকা খাবার যেন পোকামাকড় বা আরশোলা না খায়। আরশোলা রান্নাঘরে ঢুকে রোগ ছড়ায়।

রাঁধুনি পঙ্কজ ভাদৌরিয়ার ২টি টিপস মানলেই আরশোলা থেকে পাবেন মুক্তি। 

আরশোলা তাড়াতে সহায়ক বোরিক পাউডার। 

এক চামচ বোরিক পাউডার ও এক চামচ গুঁড়ো চিনি মিশিয়ে পেস্ট বানান। 

আরশোলা আসে এমন জায়গায় ছড়িয়ে দিন। পালাবে আরশোলা।

১ চামচ বেকিং সোডা এবং ১ চামচ চিনির গুঁড়ো মেশান। 

আরশোলা বেরোয় এমন জায়গায় রাখুন। দেখবেন পালাবে। 

এই দুটি প্রতিকারেই চিনি মেশানো হয়েছে। কারণ চিনি খাওয়ার জন্য আরশোলা আসবে।