BY- Aajtak Bangla
16 NOVEMBER 2023
নারকেল তো আমরা সবাই খাই। কিন্তু নারকেলের ফোপরার উপকার এবং গুণাগুণ জানলে আপনি অবাক হবেন।
নারিকেলের ফোঁপরাকে নারকেলের ফুলও বলা হয়।
ফোপরার মাঝে একাধিক গুণাগুণ রয়েছে যা আমরা অনেকেই জানি না। নারকেলের ফোপরায় অনেক রোগের সমাধান রয়েছে।
চুলকানি বা অ্যালার্জির সমস্যা, পাইলস, জ্বর, ঠাণ্ডা ও কাশি, ক্যান্সারের আশঙ্কা থেকে রক্ষা, মাথার চুল পড়ে যাওয়া অথবা অল্প বয়সে চুল পেকে যাওয়া, একজিমা, মূত্র সংক্রান্ত সমস্যায় কাজে দেয় নারকেলের ফোপরা।
গ্রামগঞ্জের অনেকে আবার এই ফোপরাকে ভাগ্য পরিবর্তন হিসেবেও মেনে নেয়। তারা ভাবে যাদের বাড়িতে নারকেল কাঁটার পর ফোপরা পাওয়া যাবে তাদের অনেক ধন সম্পদ আসবে।
নারকেলের ফোপরাতে রয়েছে ভিটামিন ও এবং ০.১ ক্যালোরি। আরো রয়েছে এন্টি-অক্সিডেন্ট। তাই এই ফোপরার অনেক ক্ষমতা রয়েছে।
এশিয়ান দেশগুলোতে এটির চাহিদা অনেক বেশি। চিনে এই নারকেলের ফোপরা দিয়ে চুল কালো হওয়ার ওষুধ বানান হয়।
রাতে ঘুমাতে যাওয়ার আগে এক টুকরো ফোপরা, এক চামচ মধু, সামান্য মেথির গুঁড়া ভালোভাবে মিশিয়ে খেয়ে নেবেন।
এক মাস খেলেই রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যাবে।