BY- Aajtak Bangla
12 June 2024
চুলের পাশাপাশি পুরুষরা দাড়ি-গোঁফ নিয়েও বেশ সচেতন থাকেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের গোঁফ-দাড়িও সাদা হয়।
সাদা গোঁফ-দাড়ি কালো করতে তাই অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। কেউ কলপ লাগান।
তবে প্রাকৃতিক উপায়েই আপনার সাদা গোঁফ-দাড়ি কুচকুচে কালো হবে। কীভাবে?
বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই ভাল। আবার দাড়ি-গোঁফ কালো করার ক্ষেত্রেও এর জুরি মেলা ভার। ।
তবে শুধু নারকেল তেল নয়। এর সঙ্গে লাগবে আমলা বা আমলকিও। এটিও খুব উপকারী। . .
নারকেল তেল এবং আমলা ব্যবহার করে গোঁফ-দাড়ির চুল কালো করা যায়। কীভাবে? . .
প্রথমে কড়াইয়ে নারকেল নিয়ে তাতে আমলা দিয়ে ফোটাতে হবে। যতক্ষণ না আমলা নারকেল তেলের সঙ্গে মিশে যাচ্ছে, ততক্ষণ ফোটান। . .
তারপরে ঠান্ডা করে আমলকি এবং নারকেল তেলের মিশ্রণটি বোতলে ভরে রাখুন।
প্রতিদিন সকালে স্নানের আগে ওই তেল দাড়ি-গোঁফে লাগিয়ে মাসাজ করুন। দেখবেন, কয়েক দিনের মধ্যে কালো কুচকুচে লাগছে।