BY- Aajtak Bangla

নারকেল তেলে চটকে নিন এই ফল, বুড়ো বয়সেও গজাবে কুচকুচে কালো চুল

28 May  2024

বয়স হলে চুল পেকে যায়। ৩০ বছরের পর থেকেই অনেক পুরুষের মাথায় সাদা চুল দেখা যায়।

কারও আবার অল্প বয়সেই টাক পড়ে যায়। মাথার চুল পড়ে গেলে সৌন্দর্য অনেকটা কমে যায়।

সাদা চুল কালো করতে অনেকে কলপ করেন, কিন্তু তার ফল সুদুরপ্রসারী হয় না।

আবার টাকে যাতে চুল গজায়, তার জন্য অনেকে বাজারের নানা প্রোডাক্ট ব্যবহার করেন। তবে লাভ হয় না।

বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল আমাদের চুলের জন্য খুব ভাল। .

তবে শুধু নারকেল তেল নয়, কলাও আমাদের চুলের জেল্লা ফেরায়। কীভাবে ব্যবহার করবেন? . .

নারকেল তেলে অর্ধেক কলা নিয়ে ভাল করে মেশান। তারপরে ওই মিশ্রণ চুলে লাগান। . .

 মিশ্রণটি চুলে লাগানোর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়। এতে চুল কালো ঘন উজ্জ্বল হবে।

এই মিশ্রণটি লাগালে চুল নরম হবে। নতুন চুল গজাবে।