16 DECEMBER, 2024
BY- Aajtak Bangla
বয়স ধরে রাখতে অনেকে অনেক কিছু ব্যবহার করেন। তবে সব সময় সেই সব উপায় কাজে দেয় না।
তবে এমন কিছু টোটকা আছে যেগুলো ব্যবহার করলে বয়স থেমে যাবে। যৌবন খেলা দেখাবে।
এমনই এক উপায় হল ম্যাসাজ। সপ্তাহে তিনদিন যদি মুখে ম্যাসাজ করা যায় তাহলে যৌবনে বার্ধক্যের ছাপ পড়বে না।
সেটা হল নারকেল তেল। এই তেল দিয়ে মুখে যদি ম্যাসাজ করা যায় তাহলে কয়েকদিনের মধ্যে জেল্লা ফুটে বেরোবে।
চেহারাকে আরও ঝকঝকে করার জন্য প্রতিদিন নারকেল তেল মুখে লাগানো উচিত।
নারকেল তেল লাগালে মুখের চামড়া টানটান থাকে। মুখের বলিরেখা দূর হয়ে যায়।
নারকেল তেল আসলে মশ্চারাইজারের কাজ করে। সেজন্য এটি ব্যনহারের পরামর্শ দেন চিকিৎসকরাও।
শীতের দিনে ত্বকে জ্বালা করে। মুখ ফাটে। চড়চড় করে। এসব থেকে মুক্তির জন্য নারকেল তেলের বিকল্প নেই।
শুধু মুখ নয়, শরীরের যে কোনও জায়গাতে নারকেল তেলের ম্যাসাজ করতে পারেন।