1st March, 2025

BY- Aajtak Bangla

বাড়বে চুল, পাবেন দাগহীন ত্বক, সস্তার এক তেলেই হবে কাজ

এখনকার দিনে ব্যস্ত সময়ের মধ্যে চুল, ত্বকের যত্ন নেওয়া খুবই কঠিন বিষয়।

রোজই কাজে-কর্মে মেয়েদের বেরোতে হয় বাইরে। আর ধূলো-বালিতে চুল ও ত্বকের বারোটা বাজা স্বাভাবিক।

তাই সময় পেলেই পার্লারে ছোটেন মেয়েরা নিজেদের চুল-ত্বক ঠিক করতে।

কিন্তু জানেন বাড়িতেই থাকে ত্বক ও চুলের চর্চার উপাদান।

এই সস্তার তেলেই ত্বক ও চুল থাকবে দারুণ ভাল।

সব বাড়িতেই নারকেল তেল থাকে আর এই তেল ত্বক ও চুল দুটোই খুব ভাল রাখে।

চুলের যত্নে নারকেল তেল খুব উপকারী। এই তেলে খুশকি দূর হয়, চুল বাড়ে, চুলের ফাইবার মজবুত করে।

নারকেল তেল গরম করে মাথায় ম্যাসাজ করতে পারেন। তেলে লেবু মিশিয়ে মাখলে খুশকি দূর হয়। এছাড়াও মেথি দানা, কালোজিরে ভিজিয়ে রেখেও চুলে সেই তেল মাখলে চুল ভাল থাকবে।

নারকেল তেল ত্বকের যত্নে খুবই উপকারী। এটি ত্বককে মসৃণ করে, ত্বকের টোন ঠিক করে, ত্বকের দাগ কমায়, এবং ত্বককে হাইড্রেটেড রাখে।

রাতে ঘুমোনের আগে নারকেল তেল মেখে শুলে এটি একটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে এবং ত্বককে নরম করে।

নারকেল তেল অনেকে মেকআপ তোলার কাজেও ব্যবহার করেন। এতে ত্বকের ক্ষতি হয় না বরং ত্বক আরও মোলায়েম হয়।