BY- Aajtak Bangla
10 July 2024
বয়স হলে মুখের চামড়া ঝুলে যায়। কারও আবার চামড়া কুঁচকে যায়। ফলে চেহারায় জৌলুস চলে যায়।
তাই মুখ ঝকঝকে রাখতে অনেকেই নানা ক্রিম, প্রসাধনী ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘমেয়াদী হয় না।
বুড়ো বয়সেও যৌবন ধরে রাখতে হলে রোজ রাতে মাখতে হবে নারকেল তেল। এমনই পরামর্শ বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল ময়শ্চরাইজারের কাজ করে। ত্বকে নারকেল তেল লাগালে কোলাজেন তৈরি হয়।
নিয়মিত মুখে নারকেল তেল লাগালে ত্বকের চামড়া টানটান হয়। . .
রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল লাগালে বলিরেখা দূর হয়। . .
নারকেল তেল লাগালে মুখের ত্বক কোমল এবং নরম হয়।
রোজ রাতে নারকেল তেল মুখে ভাল করে মালিশ করুন। তারপরে ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন। এতে উপকার পাবেন। ।
নারকেল তেল মুখে লাগিয়ে ঘুমোলে ত্বকের জেল্লা বাড়বে। ।