BY- Aajtak Bangla
18 June 2024
দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নারকেল তেল।
ত্বক থেকে চুল, নানা কাজে নারকেল তেল লাগে। এই তেল খুবই উপকারী।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কুঁচকে যায়। ফলে চেহারায় বুড়োটে ছাপ পড়ে।
সেকারণে অনেকেই নানা রূপচর্চা করেন। তবে তার ফল খুব একটা দীর্ঘস্থায়ী হয় না। ।
বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। . .
রোজ রাতে মুখে নারকেল তেল লাগালে চামড়া টানটান হবে। ত্বকে বলিরেখা দূর হবে। . .
মুখে নারকেল তেল লাগালে কোলাজেন তৈরি হয়। ফলে ত্বক চকচক করবে। . .
রোজ নারকেল তেল লাগালে ত্বক কোমল এবং নরম হবে।
নিয়মিত রাতে ঘুমোনোর আগে নারকেল তেল মুখে মালিশ করলে যৌবন বাড়বে।