BY- Aajtak Bangla

নাভিতে রাতে ১ ফোঁটা নারকেল তেল, ব্যস, উপচে পড়বে সব

4 January  2025

আমাদের দেহের অন্যতম অঙ্গ হল নাভি। তাই নাভির যত্ন নেওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, আমাদের দেহে নাভিতে সবচেয়ে নোংরা জমে।

তাই নিয়মিত নাভি পরিষ্কার করা দরকার। তা না হলে নানা শারীরিক সমস্যা তৈরি হবে।

 বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল খুবই উপকারী।

নারকেল তেলে রয়েছে অ্যান্টিফাংগাল এবং অ্যান্টিবায়োটিক উপাদান। . .

রোজ রাতে নাভিতে এক ফোঁটা নারকেল তেল লাগান। তা হলে নাভি পরিষ্কার হবে। . .

শুধু তাই নয়, এর ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।   . .

নাভিতে নারকেল তেল লাগালে দৈহিক সৌন্দর্য বাড়ে।

নাভিতে নারকেল তেল লাগালে হজমের সমস্যা দূর হয়।