8 May, 2024

BY- Aajtak Bangla

নারকেল তেলের সঙ্গে মেশান সস্তার এই তেল, চুল ডবল ঘন হবে

ক্যাস্টর অয়েল নতুন কিছু নয়। কিন্তু এই সাধারণ তেলই চুলের জন্য উপকারী বলে প্রমাণিত।

চুলের বৃদ্ধি বাড়ায়: নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশ্রণ চুলের গোড়ায় ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

খুশকি দূর করে: নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশ্রণ মাথায় লাগিয়ে রাতভর রেখে দিলে পরের দিন সকালে ধুয়ে ফেললে খুশকি দূর হয়।

চুল পড়া রোধ করে: এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া मजबूत হয় এবং চুল পড়া কমে।

চুল মসৃণ করে: নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশ্রণ চুলে লাগিয়ে রাতভর রেখে দিলে পরের দিন সকালে ধুয়ে ফেললে চুল মসৃণ ও উজ্জ্বল হয়।

রুক্ষ চুলের চিকিৎসা করে: এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে রুক্ষ চুলের সমস্যা দূর হয়।

চুলের ঘনত্ব বাড়ায়: নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয়।

চুলের নরম করে: নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশ্রণ চুলে লাগিয়ে রাতভর রেখে দিলে পরের দিন সকালে ধুয়ে ফেললে চুল নরম ও মসৃণ হয়।

চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে: এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়।