7 NOV, 2024

BY- Aajtak Bangla

বাচ্চাদের চুলে লাগান এই জিনিস, বড় হয়ে আর চুল পড়বে না

একটা নির্দিষ্ট বয়সের পর থেকে অনেকের মাথার চুল ঝরতে শুরু করে। তা আর আটকানো যায় না।

এর কারণ হল ছোটো থেকে প্রয়োজনীয় পুষ্টি পায় না চুল। তাই যদি শিশুঅবস্থা থেকে চুলের সঠিক পরিচর্যা করা যায় তাহলে চুল পড়বে না।

তবে ছোটোদের চুলে যে কোনও জিনিস লাগাতে নেই। চুলে কী কী লাগালে ছোটো থেকেই গ্রোথ ভালো হবে? 

চুলের সবথেকে ভালো ওষুধ হল নারকেল তেল। বাচ্চাদের মাথায় নারকেল তেল দিয়ে মালিশ করুন। 

বড়দের মতো ছোটোদের মাথার ত্বকেও সংক্রমণ হয়। নারকেল তেল তা গোড়া থেকে নষ্ট করে। 

অলিভ অয়েলও ভালো বিকল্প। ভিটামিন ই ও প্রয়োজনীয় খনিজ থাকে এই তেলে।

অলিভ অয়েল মাথায় লাগালে ছোটো থেকেই চুলের গোঁড়া শক্ত হয়। চুলের মানও ভালো হয়। সেজন্য অলিভ অয়েল খুব ভালো। 

কাঠবাদামের তেলও চুলের জন্য খুবই স্বাস্থ্যকর। এই তেল মাথার প্রদাহ নিরাময় করে। চুল ভালো রাখে।

অনেক বাচ্চার ছোটো থেকেই মাথায় খুশকি হয়। তবে চুলে কাঠবাদামের তেল লাগালে খুশকি দূর হয়।