16 MAY 2025

BY- Aajtak Bangla

যখন তখন নারকেল কুরিয়ে নিন জিরো পরিশ্রমে, রইল কার্যকরী ট্রিকস

নারকেল কোরানো মোটেই কঠিন কাজ নয়। সময়ও বেশি লাগে না। শুধু জানতে হবে বিশেষ ট্রিকস। তবে সহজেই কুরিয়ে নেবেন নারকেল।

অনেক বাড়িতেই কুরুনি থাকে না। তাই তারা নারকেল কোরাতেও পারে না। তবে এই ভেবে ভুল করবেন না যে নারকেল কুরুনি ছাড়া কোরানো যায় না।

কুরুনি ছাড়া কীভাবে চটজলদি নারকেল কোরা হবে সেই পদ্ধতি জেনে নিন।

প্রথমে নারকেলটি ভেঙে নিন।

তারপর সবজি কাটার পিলারের ধারের আঁকাবাঁকা অংশ দিয়ে কুরিয়ে নিতে পারবেন অনায়াসে। মাত্র ২ মিনিটে এই কাজ সম্ভব।

এছাড়া প্রথমে একটি নোড়া বা হাতুরির সাহায্যে মালাগুলি কয়েক খণ্ডে ভেঙে নিন। 

তারপর ছুরি দিয়ে মালা থেকে নারকেলের কেটে গ্রেটারে গ্রেট করে নিন। একদম কোরানোর মতোই মিহি হবে।