BY- Aajtak Bangla

বাড়িতে নারকেল গাছ থাকলে এসব হয়, জেনে নিন

9 July 2025 

বাড়িতে গাছ থাকলে সৌন্দর্য বাড়ে। আবার বাস্তু মতেও বাড়িতে গাছ লাগানো দরকার। তবে সব গাছ যে আর্থিক সমৃদ্ধি ও শান্তি আনে তা কিন্তু নয়। এমন কতগুলো গাছ আছে যেগুলো বাড়িতে থাকলে অভাব দূর হয়।

সৌন্দর্য 

এমনই এক গাছ হল নারকেল গাছ। এই গাছের ছায়া পড়াও শুভ। নারকেলকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবেও দেখা হয়। তাই এটি বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হয়।

ছায়া শুভ 

নারকেল গাছ বাড়ির পরিবেশকে শান্ত করে এবং নেতিবাচক শক্তি দূর করে। নারকেল গাছ বাড়িতে রাখলে অর্থাগম ভালো হয়।

শান্ত পরিবেশ 

এছাড়াও বাড়িতে ছোটো জলাশয় থাকলে সেখানে পদ্মের গাছ লাগানো খুব উপকারী। 

পদ্ম গাছ 

কলাগাছও অনেকে বাড়িতে বসিয়ে থাকেন। এতেও অনেক সুফল মেলে।

কলাগাছ

সুপুরি গাছ মা লক্ষ্মীর আর একটি পছন্দের গাছ। যে বাড়িতে সুপারি গাছ থাকে সেই বাড়িতে সদা মা লক্ষ্মীর আশির্বাদ থাকে।

সুপুরি গাছ

এছাড়াও তুলসী গাছ অবশ্যই লাগানো দরকার। এই গাছ না থাকলে বাড়িতে অশান্তি আসতে পারে। 

তুলসী গাছ

তুলসী গাছে নিয়মিত পুজো করা উচিত। গাছ যাতে শুকিয়ে না যায় সেদিকেও অবশ্যই খেয়াল রাখা দরকার। 

নিয়মিত পুজো